Home » শিক্ষা » ক্যারিয়ার » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’-এর ভিসি পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপতি ও এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ গতকাল সোমবার ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন-২০০৬’ এর ১০ (১) ধারা অনুসারে আগামী চার বছরের জন্য তাকে ভিসি পদে নিয়োগ দেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। নিয়োগপত্রে বলা হয়, মেয়াদ চার বছর হলেও রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনে করলে কোনো সময় নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। ভিসি পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

এর আগে গত ১২ই আগস্ট মেয়াদ শেষ হওয়ায় ভিসির পদ থেকে বিদায় নেন অধ্যাপক ড. মোহিত-উল আলম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *