Home » Top 10 » ৩২ এইডস আক্রান্ত মা জন্ম দিলেন ‘সুস্থ’ শিশু

৩২ এইডস আক্রান্ত মা জন্ম দিলেন ‘সুস্থ’ শিশু

এইডসে আক্রান্ত মায়েরা এইচআইভি নেগেটিভ শিশুর জন্ম দিচ্ছে। চিকিৎসার মাধ্যমে এসব শিশুরা সুস্থ ও সবল জন্ম নিচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৩২ শিশুর জন্ম হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় গুরুত্ব দিয়ে এসব শিশুর প্রসব ঘটিয়েছেন। এ কারণে জন্ম নেয়া শিশুদের শরীরে এইচআইভির সংক্রমণ পাওয়া যায়নি। তবে এইচআইভি এইডসে আক্রান্ত হওয়া এক মা বাসায় সন্তান প্রসব করিয়ে তার সন্তানের দেহেও এইচআইভির সংক্রমণ ঘটিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসী অধ্যুষিত সিলেটে দিন দিন এইচআইভি পজেটিভ বা এইডসে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। বিশেষ করে প্রবাসীদের মাধ্যমেই সিলেটে সবচেয়ে বেশি এইচআইভি এইডস ছড়িয়ে পড়ছে। যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসার মাধ্যমে ব্যাধিটি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এখনো সিলেট অঞ্চলে এইচআইভি এইডসে আক্রান্ত অর্ধশতাধিক রোগী চিকিৎসার বাইরে রয়ে গেছে। তাদের চিকিৎসার আওতায় নিয়ে আসতে কাজও করা হচ্ছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক গতকাল মানবজমিনকে জানিয়েছেন- এইচআইভি এইডসে আক্রান্ত যেসব মায়েরা চিকিৎসার ভেতরে রয়েছে তারা অন্তঃসত্ত্বা হয়ে গেলে প্রথম থেকেই বিশেষ নজরে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সার্বক্ষণিক তাদের তদারকি করে। একই সঙ্গে তাদের চিকিৎসার পাশাপাশি ওষুধও সরবরাহ করা হয়। যখনই তাদের সন্তান প্রসবের সময় আসে তখন বিশেষ ব্যবস্থায় অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তাদের সন্তান জন্ম দেয়া হয়। তিনি জানান, এইচআইভি এইডসে আক্রান্ত মোট ৩৩ জন মাকে এ পর্যন্ত ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ৩২ জন হাসপাতালের সব সুবিধা নিয়েছেন। ফলে সন্তান জন্ম নেয়ার পর দেখা গেছে মায়ের শরীরে এইচআইভি ভাইরাস থাকলেও সন্তানের শরীরে নেগেটিভ পাওয়া গেছে। মাত্র একজন মা বাসায় সন্তান প্রসব করায় তার শিশুর দেহেও এইচআইভির সংক্রমণ ঘটিয়েছেন। তিনি বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এইডস আক্রান্ত রোগীদের আধুনিক চিকিৎসা দেয়া হচ্ছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আবু নাঈম মোহাম্মদ জানিয়েছেন, এইচআইভি আক্রান্ত মায়েরা সুস্থ শিশুর জন্ম দিচ্ছেন। চিকিৎসার মাধ্যমে অন্তঃসত্ত্বা মায়ের শরীরে প্রবাহিত ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এ কারণে পিতা-মাতা আক্রান্ত থাকলেও সন্তান এইচআইভি নেগেটিভ হিসেবে জন্ম দিচ্ছেন। তিনি বলেন, সচেতনতা বাড়ালে এইচআইভি রোগীরা কখনো নিজেদের সমাজ থেকে আলাদা মনে করবে না। সেজন্য সবার এগিয়ে আসা উচিত বলে জানান তিনি। এদিকে, সিলেট বিভাগে এইডসে আক্রান্ত হয়ে চলতি বছরের নভেম্বর পর্যন্ত মারা গেছে ৩১ জন। গেল এক দশকে সিলেটে মারা গেছে ৩৩৭ জন। চিকিৎসার আওতায় আসা মৃত্যু হার কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট বিভাগে বর্তমানে ৮৩৪ জন রোগী এইচআইভি এইডসে আক্রান্ত রয়েছেন বলে জানা গেছে। সিলেট বিভাগে এইচআইভি ভাইরাসে আক্রান্ত ও এইডস রোগীদের নিয়ে সরব থাকা বেসরকারি সংস্থা আশার আলো সোসাইটির কাছ থেকে এ তথ্য জানা গেছে। আশার আলো জানায়, ২০০৩ সালে সিলেটে এইচআইভি ভাইরাস ও এইডস রোগে আক্রান্তের সংখ্যা ছিল ২৮ জন। আর চলতি বছরের ৩০শে নভেম্বর পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪ জনে। এর মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩৩৭ জন, যার মধ্যে পুরুষ ২৬৪ জন, মহিলা ৫৭ জন, শিশু ১৫ জন, হিজড়া ১ জন। আশার আলোর সর্বশেষ জরিপ অনুযায়ী, গত ১৪ বছরে সিলেট জেলায় ৫৪৬ জন, মৌলভীবাজারে ১৫০ জন, সুনামগঞ্জে ১০৫ জন, হবিগঞ্জে ৩৩ জন এইচআইভি ভাইরাস ও এইডস রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটের ৫৪৬ জনের মধ্যে পুরুষ ২৫৬ জন, মহিলা ২৫৭ জন, শিশু ২৯ জন, হিজড়া ৪ জন। ২০১৬ সালের অক্টোবর থেকে এ বছরের নভেম্বর পর্যন্ত সিলেটে নতুন এইডস জীবাণু ধরা পড়ে ৪৬ জনের শরীরে। এর মধ্যে পুরুষ ২৬, মহিলা ১৯ জন, হিজড়া ১ জন। গত এক বছরে এ অঞ্চলে এইচআইভি ভাইরাস ও এইডস রোগে আক্রান্ত হয়ে ৩১ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৫ জন, মহিলা ৫ জন ও শিশু একজন। আশার আলো সোসাইটির সিলেট বিভাগীয় সমন্বয়ক মো. আব্দুর রহমান বলেন, প্রবাসীদের দ্বারা সবচেয়ে আক্রান্ত হচ্ছে সিলেটের মানুষ। বিশেষ করে বিদেশে থাকা পুরুষরা দেশে এসে তাদের স্ত্রীদের মধ্যে এইচআইভি ভাইরাস ছড়ান। তিনি জানান, প্রতিবছর এ বিভাগে গড়ে ৫০ জন মানুষের দেহে এইচআইভির জীবাণু ধরা পড়ছে, এটি খুব উদ্বেগজনক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *