News Times BD

অন্য পরিচয়ে পরীমনি

অভিনয়ের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন পরীমনি। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এরইমাঝে পরীমনি এবার অন্য পরিচয়ে হাজির হলেন। প্রথমবারের মতো ব্যবসায় নাম লেখালেন তিনি। ‘বডি’ নামের একটি প্রজেক্ট সামনে নিয়ে এসেছেন তিনি, যেখানে মাতৃত্বকালীন নারী ও নবজাতকদের পোশাক থেকে শুরু করে সবই পাওয়া যাবে। এদিকে পরীমনি এর আনুষ্ঠানিক ঘোষণা করেছেন ১৫ই ফেব্রুয়ারি রাতে। আগেই তিনি ঘোষণা দেন, তার ভ্যালেন্টাইনকে আজ পরিচয় করিয়ে দেবেন। অনেকেই মনে করেন, হয়তো নতুন প্রেমে পড়েছেন পরী। আর তার প্রেমিককেই হয়তো পরিচয় করিয়ে দেবেন। নিজের লাইভের শুরুটাও তেমনভাবেই করেছিলেন। কিন্তু অবশেষে ‘বডি’ নামক অনলাইন শপকেই তিনি পরিচয় করিয়ে দেন নিজের সাম্প্রতিক ভালোবাসা হিসেবে। পরীমনি বলেন, আমি জানি আমাকে অনেক মানুষ ভালোবাসেন। এর মধ্যে মায়েরাও রয়েছেন। মা হিসেবে তারাও আমাকে ভালোবাসেন। নতুন মায়েদের জন্যই মূলত ‘বডি’ নামের এ প্রজেক্টটি করা। এরইমধ্যে দুর্দান্ত সাড়া মিলছে এখান থেকে। এদিকে, পরীমনি এখন ব্যস্ত সময় পার করছেন দুই বাংলায় অভিনয় নিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ শিরোনামের সিনেমা। সরকারি অনুদানের এ ছবিতে তার নায়ক সাইমন সাদিক। এর বাইরেও আরও একাধিক সিনেমা নিয়ে কথা চলছে তার।

Exit mobile version