News Times BD

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ২০২৫ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থা। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে। গালফ নিউজের খবর।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৮ মে (বুধবার) সম্ভাব্যভাবে জিলহজ মাসের প্রথম দিন হবে। সে অনুযায়ী ৯ জিলহজ, অর্থাৎ ৫ জুন হবে আরাফাহ দিবস এবং ১০ জিলহজ, ৬ জুন পড়বে ঈদুল আজহা।

 

তবে তিনি উল্লেখ করেছেন, এই তারিখগুলো জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী নির্ধারিত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের অন্যান্য উৎসবের মতো, ঈদুল আজহার তারিখও চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

এই হিসাব অনুযায়ী, আমিরাতে ঈদের ছুটি শুরু হতে পারে ৫ জুন (বৃহস্পতিবার) আরাফাহ দিবস থেকে। যা কমপক্ষে তিন দিন পর্যন্ত চলতে পারে।

ছুটি ও ঈদ উদযাপন সম্পর্কে আরও সুনির্দিষ্ট ঘোষণা ঈদের আগ মুহূর্তে চাঁদ দেখার পর প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Exit mobile version