News Times BD

ইরান ইস্যুতে শি-পুতিনের ফোনালাপ

ইরান-ইসরাইল সংঘাতের উত্তেজনা প্রশমনে শক্তিধর দেশগুলোকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের সময় ওই মন্তব্য করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, এসময় ইসরাইলের আগ্রাসনের সমালোচনা করেন ওই দুই বিশ্বনেতা। পুতিন অবশ্য মধ্যস্থতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে শি জিনপিং বলেছেন, আন্তর্জাতিক গোষ্ঠী বিশেষ করে শক্তিধর দেশগুলোর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি না করে বরং তা প্রশমনে কাজ করা উচিত। অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। দ্ইু পক্ষ বিশেষ করে ইসরাইলের প্রতি বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তিনি। শি বলেছেন, পরিস্থিতি যাতে আরও অবনতির দিকে না যায় এবং যুদ্ধ যাতে আরও প্রসারিত না হয় এজন্য ইসরাইলের উচিত অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়া। ক্রেমলিন বলেছে, এই যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করতে হবে।

Exit mobile version