News Times BD

ইহুদি-বিদ্বেষের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল বাতিল করলো ট্রাম্প প্রশাসন

ইহুদি-বিদ্বেষের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৬০ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) এক্স অ্যাকাউন্টের মাধ্যমে সোমবার এ ঘোষণা দেয়া হয়। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইভি লিগ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ বিলিয়ন ডলারের অনুদান ও চুক্তি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। কর্মকর্তাদের মতে, ইহুদি-বিদ্বেষের অভিযোগের যথাযথ উত্তর দিতে ব্যর্থ হয়েছে হার্ভার্ড প্রশাসন। এছাড়া ভর্তি সিদ্ধান্তের ক্ষেত্রে জাতিগত বিবেচনা ও ইহুদি-বিরোধী বৈষম্যের প্রতি সহনশীলতার অভিযোগ করেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করা হয়। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে বলা হয়, বিশ্ববিদ্যালয়টি তহবিল স্থগিতের ফলে সম্পূর্ণ খরচ বহন করতে পারবে না। আরও বলা হয়, গবেষকদের সহায়তা নিয়ে বিকল্প তহবিলের উৎস খোঁজা হচ্ছে। তহবিল স্থগিতের কারণে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। উল্লেখ্য, এ মাসের শুরুতে একজন কট্টর ইহুদি শিক্ষার্থীর দায়ের করা হাইপ্রোফাইল মামলা নিষ্পত্তি করে দেয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। 

Exit mobile version