টাঙ্গাইলের করটিয়ায় কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকালে ট্রেনের ইঞ্জিন বিকল হলে এ সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে। টাঙ্গাইল ঘারিন্দা স্টেশন পুলিশ অফিসার মো. আলী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘারিন্দা স্টেশন পুলিশ অফিসার বলেন, লোকাল কমিউটার ট্রেন টাঙ্গাইল ঘারিন্দা স্টেশন থেকে সকাল ৭টা ৭ মিনিটে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরেই জেলার বাসাইল উপজেলায় ছয়শ গ্রামে পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। ইঞ্জিন মেরামতের কাজ চলছে।