পাকিস্তানের সঙ্গে সংঘাতের মধ্যে বন্ধ করা বিমানবন্দরগুলো পুনরায় চালু করেছে ভারত। যুদ্ধবিরতির ঘোষণার পর সোমবার ৩২টি বিমানবন্দর খুলে দিয়েছে দিল্লি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগর থেকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভূজ পর্যন্ত ৩২টি বিমানবন্দর বেসামরিক ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে খুলে দেয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিন ধরে তীব্র সংঘাত শুরু হওয়ার পর গত সপ্তাহে বিমানবন্দর গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ থাকা রুটগুলোতে ধীরে ধীরে পুনরায় কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগো। এ সপ্তাহের শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু উভয় পক্ষই তাৎক্ষণিকভাবে একে অপরের বিরুদ্ধে তা ভঙ্গের অভিযোগ এনেছে। তবে, ভারত ও পাকিস্তান উভয়ই জানিয়েছে যে সোমবার সীমান্ত এলাকা শান্ত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here