সর্বশেষ
[glt-translator]
Home » বিনোদন » অন্যান্য বিনোদন » মৃত্যুদণ্ডের হুমকি সত্ত্বেও ইরান সফরে মার্কিন পর্নো তারকা

মৃত্যুদণ্ডের হুমকি সত্ত্বেও ইরান সফরে মার্কিন পর্নো তারকা

যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও ইরান সফরে গিয়েছেন এক মার্কিন পর্নো তারকা। হুইটনি রাইট নামের ওই পর্ন তারকা তার ফিলিস্তিনিপন্থী অবস্থানের জন্য বেশ আলোচিত। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাকে সতর্ক করেছিল যে, ইরান সফরে গেলে তার পেশার জন্য তাকে গ্রেফতার করা হতে পারে। তারপরেও তিনি ইরান ভ্রমণে গিয়েছেন এবং সেখান থেকে তার সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে যাচ্ছেন।
ফক্স নিউজ জানিয়েছে, তেহরানের রাস্তায় হেটে হেটে তিনি ভিডিও কনটেন্ট তৈরি করেছেন হুইটনি।তিনি যুক্তরাষ্ট্রের পরিত্যক্ত দূতাবাস পরিদর্শন করেন। ইরানে ১৯৭৯ সালের এন্টি-ওয়েস্টার্ন বিপ্লবের পর এই মার্কিন দূতাবাসেই দীর্ঘ জিম্মি সংকট হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় হুইটনি বলেন, তাকে এই ভবনটি ভ্রমণ করতেই হতো। বর্তমানে ওই ভবনটিকে জাদুঘর হিসেবে ব্যবহার করছে ইরান সরকার।
২০০৭ সালের আইন অনুযায়ী, পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত যে কারও ইরান সফর দণ্ডনীয় অপরাধ। এমনকি এর জন্য মৃত্যুদণ্ডের মতো শাস্তির বিধানও রয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, হুইটনির পেশা সম্পর্কে না জেনেই সরকার তার ভিসা আবেদন মঞ্জুর করেছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, কোনো পর্ন তারকার ইরান সফর নিয়ে তিনি কিছু জানেন না।
এদিকে হুইটনির ইরান সফর নিয়ে সমালোচনায় নেমেছেন অনেক এক্টিভিস্টও।
ইরানের তারকা সেতারেহ পেসিয়ানি এক পোস্টে বলেন, যে দেশ মাথায় হিজাব না থাকার জন্য শাস্তি দেয়, সে দেশই আবার পর্যটনের নামে একজন পর্ন তারকাকে ভিসা দেয় কীভাবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *