News Times BD

সৌদি আরবে জটিল, তবে কার্যকর বৈঠক করেছে রাশিয়া-যুক্তরাষ্ট্র

সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্তারিত ও জটিল, তবে বেশ কার্যকর বৈঠক করেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। মঙ্গলবার এ তথ্য দিয়েছেন রাশিয়ার প্রতিনিধি দলের সহ-প্রধান গ্রেগরি কারাসিন। বলেন, ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়েছে। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। উচ্চ পর্যায়ের ওই বৈঠক ১২ ঘণ্টার বেশি স্থায়ী হয়। ফেব্রুয়ারিতে পুনরায় কূটনৈতিক আলোচনা শুরু হওয়ার পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এটি সবচেয়ে বেশি সময় ধরে হওয়া আলোচনা। কারাসিন ওই আলোচনাকে গঠনমূলক হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, সেখানে কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বলেন, ওই সংলাপ বিস্তারিত ও জটিল ছিলো। তবে তা দুই পক্ষের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আরও বলেন, কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে, অবশ্যই সব কিছুর সমাধান হয়নি, সব কিছুতে একমত হওয়া হয়নি। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের প্রতিনিধিদের আগমন ও এই ধরনের একটি আলোচনা হওয়া আমার কাছে খুবই সময়োপযোগী মনে হয়েছে।

Exit mobile version