পর্দা উঠেছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। ম্যাচের দিন করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে দেখা গেল ভারতের পতাকা। এর আগে পাকিস্তানের কোনো মাঠে ভারতের পতাকা না থাকায় তৈরি হয় নতুন বিতর্কের। তবে বুধবার ম্যাচের দিন বাকি ৭ দলের সঙ্গে দেখা গেল ভারতের পতাকাও।
সব উত্তেজনা, সমীকরণ শেষ করে চ্যাম্পিয়নস ট্রফির হিসেব মিলেছে হাইব্রিড মডেলে। টুর্নামেন্ট শুরুর দু’দিন আগে শেষ বিতর্ক হিসেবে সংযোজন হয় পতাকা-কান্ড। আইসিসি ইভেন্টকে সামনে রেখে গত সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উড়ানো হয় চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা। সেখানে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও স্বাগতিক পাকিস্তানের পতাকা থাকলেও দেখা যায়নি ভারতের পতাকা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জন্ম নেয় তুমুল বিতর্কের। সেখানে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামটির মিডিয়া ভবনের ছাদে লাগানো আছে বেশ কিছু পতাকা। শুধু নেই ভারতীয়দের পতাকা। এ প্রসঙ্গে পরে পিসিবির এক কর্মকর্তা জানান, ভারত পাকিস্তানে খেলতে আসছে না, তাদের সবগুলো ম্যাচ হবে দুবাইয়ে। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলোতে শুধু সেসব দেশের পতাকা উত্তোলিত হয়েছে যারা এখানে এসে ম্যাচ খেলবে। তবে উদ্বোধনী ম্যাচের দিন দেখা গেল অন্য চিত্র। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের পতাকার পাশেই দেখা গেল ভারতের পতাকা। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা পাকিস্তানের এক ইউটিউবারের বরাত দিয়ে জানায়, যে সাতজন ভারতীয় সাংবাদিক পাকিস্তানে ম্যাচ কভার করতে গেছেন, তাদের ভিসাও দেয়া হয়েছে।