News Times BD

অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন – আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমরা মনে করি, বিশ্বাস করি—অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটার কোনো দ্বিতীয় চিন্তা বা না হলে কী হবে—এ ধরনের চিন্তাও মাথায় রাখছি না।’

 

রোববার সকালে রাজশাহীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সঙ্গে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না।’

‘বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে।’—উল্লেখ করেন তিনি।  

আইন উপদেষ্টা আরও বলেন, ‘আপনারা দেখেন যে, নির্বাচন অনেক দেরি আছে; অলরেডি আমি যেখানে যাই পোস্টার দেখতে পাচ্ছি। মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না।’

Exit mobile version