News Times BD

অল্প অল্প হাঁটাচলা করছেন তামিম

কেপিজে স্পেশালাইজড হাসপাতালে মঙ্গলবার সকাল থেকে তেমন ভিড় জমেনি। এখানেই চিকিৎসাধীন রয়েছেন তামিম ইকবাল। পরিবারের সদস্যরাই আপাতত রয়েছেন দেশসেরা ওপেনারের সঙ্গে। কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত চিকিৎসক জানালেন, এখন ভালো আছেন তামিম। অল্প অল্প হাঁটাচলা করছেন।

বাংলাদেশের সাবেক অধিনায়কের হার্টে স্টেন্ট বসানোর প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকা চিকিৎসক মনিরুজ্জামান মারুফ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘তামিম এখন ভালো আছেন। ভালো ব্যাপার হলো, তিনি এখন অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেয়া হয়েছে।’

তাৎক্ষণিকভাবে আর কিছু জানাননি তিনি। এদিন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপির দুই মাঠের ঢাকা প্রিমিয়ার লীগ ম্যাচ শুরুর আগে তামিমের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করা হয়।

Exit mobile version