২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনেছেন বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুরকে কিনতে কেকেআর এবার খরচ করেছে ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপি।
এদিকে, মুস্তাফিজকে কেনায় হিন্দি সিনেমার মহাতারকা শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন উত্তর প্রদেশ রাজ্যের ক্ষমতাসীন বিজেপির নেতা সঙ্গীত সোম।

বুধবার মেরঠে এক সভায় তিনি শাহরুখের ওপর ক্ষোভ থেকে এই মন্তব্য করেন।

 

সঙ্গীত সোম উত্তর প্রদেশের সারধানা বিধানসভা আসন থেকে ২০১২ ও ২০১৭ সালের ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। বিধায়ক হওয়ার আগে থেকেই বারবার তিনি বিতর্কে জড়িয়েছেন। 

সঙ্গীত সোম বলেন, বাংলাদেশের ক্রিকেটারকে কেকেআরে খেলার জন্য কিনেছেন শাহরুখ খান। গাদ্দার শাহরুখ ৯ কোটি রুপি দিয়ে ওই ক্রিকেটারকে কিনেছেন। এ দেশে বসবাস করার কোনও অধিকারই নেই তার।

এখানেই না থেমে সঙ্গীত সোম আরও বলেন, শাহরুখের বোঝা উচিত ওই উচ্চতায় পৌঁছাতে এই দেশের জনতাই তাকে সাহায্য করেছেন, যা কিছু অর্থ ও যশ পেয়েছেন, তা এই দেশের মানুষই তাকে দিয়েছেন। অথচ সেই শাহরুখ দেশের সঙ্গে গাদ্দারি করছেন। 

তিনি বলেন, মুস্তাফিজুর রহমান এ দেশে খেলতে এলে তাকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হবে না।

একই সুরে কথা বলেছেন আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর। শাহরুখ খান ও কেকেআর ম্যানেজমেন্টের উদ্দেশে এক গণমাধ্যমে তিনি বলেন, মুস্তাফিজুর রহমানকে যেন না খেলানো হয়।

এই মন্তব্যের জন্য বিজেপি নেতার সমালোচনা করেছেন উত্তর প্রদেশ বিধানসভার বিরোধী নেতা মাতা প্রসাদ পান্ডে ও কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত। তারা বলেছেন, শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলা হচ্ছে মুসলিম বলে। বিজেপি দলটাই দেশদ্রোহী।

বিজেপির শরিক দল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ওম প্রকাশ রাজভরও সঙ্গীত সোমের সমালোচনা করেছেন। গণমাধ্যমকে তিনি বলেছেন, আলোচনায় থাকার জন্যই তিনি এমন কথাবার্তা বলছেন।

সঙ্গীত সোম বরাবর বিতর্কে জড়িয়েছেন। ২০১৩ সালে মুজফফরনগর দাঙ্গায় তিনি জড়িত ছিলেন বলে গুরুতর অভিযোগ উঠেছিল। তারপর তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তার বন্দোবস্ত করে।

২০১৬ সালে উত্তর প্রদেশের কৈরানা জেলায় সাম্প্রদায়িক দাঙ্গার পর বহু হিন্দু পরিবার অন্যত্র চলে যায়। সোম তখন রাজ্য সরকারকে ১৫ দিন সময় দিয়েছিলেন হিন্দু পরিবারদের ফিরিয়ে আনার জন্য।

২০১৭ সালে এই বিজেপি নেতা বলেছিলেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক। কারণ, সেটি তৈরি করেছিলেন এমন একজন, যিনি নিজের বাবাকে জেলে বন্দী করে রেখেছিলেন এবং হিন্দু নিধন চালিয়েছিলেন। সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here