আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে ভার্চুয়াল বোর্ড সভায় অংশ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ওই সভা বাংলাদেশের জন্য সুখকর হয়নি। ভোটাভুটিতে অধিকাংশ পূর্ণ সদস্য দেশই বাংলাদেশের অবস্থানের বিপক্ষে অবস্থান নেয়।

ইএসপিএনের খবরে জানানো হয়েছে, সভায় উপস্থিত ১৫ জন বোর্ড পরিচালকের মধ্যে কেবল পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। বাকি সব দেশ ভারতের ভেন্যুতেই বাংলাদেশের ম্যাচ আয়োজনের পক্ষে মত দেয়। ফলে বোর্ড সভা শেষে বাংলাদেশের বিকল্প চাওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যায়।

 

এই বৈঠকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, ক্রিকেট নিউজিল্যান্ডের রজার টাওসেসসহ জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বোর্ড প্রতিনিধিরা।

বাংলাদেশ পূর্ণ সদস্য দেশ হওয়ায় আইসিসি সরাসরি তাদের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারেনি। সে কারণেই বোর্ড সভায় ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটের ফলাফলে স্পষ্ট হয়—বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে।

আইসিসি বিসিবিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে এবং এজন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে বাংলাদেশের পরিবর্তে ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে বাদ পড়া স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে খবর পাওয়া যায়, বাংলাদেশের অবস্থানের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি তারা বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ আয়োজনের আগ্রহও প্রকাশ করেছিল। তবে শেষ পর্যন্ত আইসিসি বোর্ড সভার ভোটাভুটিতে পাকিস্তান ছাড়া আর কোনো দেশ বাংলাদেশের পাশে দাঁড়ায়নি।

সূত্র: ইএসপিএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here