ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল চলছে। আজ বৃহস্পতিবার ৬ষ্ঠ দিনের আপিল শুনানিতে ৬০টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩৪টি আবেদন নামঞ্জুর ও ১০টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এসব তথ্য জানিয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি হয়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে শুনানি। বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৩৩৭ জন। পাশাপাশি এই সময়ে ১১৫ জনের আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে। এছাড়া ৩৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।




