সর্বশেষ
[glt-translator]
Home » খেলা » ক্রিকেট » আফগান নারী ক্রিকেটারদের জন্য অজিদের বিশেষ উদ্যোগ

আফগান নারী ক্রিকেটারদের জন্য অজিদের বিশেষ উদ্যোগ

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্রিকেট খেলা বন্ধ আফগান নারীদের। নারীদের খেলার স্বাধীনতা না দেওয়ায় এরমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ৩টি সিরিজ বাতিল করেছে আফগানদের সঙ্গে। এবার সিএ মেলবোর্নে খেলার সুযোগ করে দিচ্ছে আফগান নারীদের। 
২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর শরণার্থী হিসেবে যে ক্রিকেটাররা পাড়ি জমান অস্ট্রেলিয়ায়, তাদের নিয়েই গড়া একটি দল খেলবে মেলবোর্নে। উইমেন’স অ্যাশেজের ঠিক আগে আগামী ৩০শে জানুয়ারি ম্যাচটি খেলবেন তারা ‘আফগানিস্তান উইমেন্স ইলেভেন’ নামে। জাংশন ওভালে তাদের প্রতিপক্ষ দলের নাম ‘ক্রিকেট উইদাউট বর্ডার।’
তালেবানরা ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে পালিয়ে যে ক্রিকেটাররা ক্যানবেরা ও মেলবোর্নে আশ্রয় নিয়েছেন, তাদের নিয়েই গড়া হয়েছে আফগানদের দলটি। এই ক্রিকেটারদের অনেকেই স্থানীয় বিভিন্ন ক্লাবে খেলেছেন। এতোদিন তাদের প্রতিনিধিত্বমূলক কোনো দল ছিলো না। 
আইসিসির পূর্ণ সদস্য হওয়া ও সেই অনুযায়ী আর্থিক সুবিধা পাওয়ার একটি বড় শর্ত হলো নারী দল থাকা ও নারী ক্রিকেট কার্যক্রম চালু থাকা। তালেবান সরকার ক্ষমতায় আসার আগে সেই প্রক্রিয়া শুরু করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দেশে নারী ক্রিকেট প্রাথমিকভাবে শুরু করেছিল তারা, নারী ক্রিকেটারদের সঙ্গে চুক্তিও করা হয়। তবে ২০২১ সালে তালেবানরা ক্ষমতায় আসার পর সব বন্ধ হয়ে যায়। 
অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে থাকা ক্রিকেটারদের ১৭ জন চলতি বছরের শুরুতে আইসিসির কাছে একটি চিঠি দেন। সেখানে তারা অনুরোধ জানান আফগান শরণার্থী ক্রিকেট দল গঠনে সহায়তার জন্য। সেই চিঠিতে তারা লিখেন, আফগানিস্তানের ছেলেদের দলের মতো তারাও সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে চান। আইসিসির দিক থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নিলেও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড সহায়তা করছে তাদের।  
২০২১ সালে হোবার্টে একটি টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ, এই বছর টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল আফগানদের। কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের পরামর্শে সবকটিই বাতিল করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *