মাঠে চলছে মোহামেডান-আবাহনীর লড়াই। দুই দলের দ্বৈরথ দেখতে এলেন তামিম ইকবাল। আজ দুপুর ৩টার দিকে মাঠে আসেন মোহামেডানের সাবেক অধিনায়ক।
ঈদের আগে শেষ রাউন্ডের ম্যাচে হার্ট অ্যাটাক করেন তামিম। বিকেএসপির মাঠ থেকে স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে রীতিমতো মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন চিকিৎসকরা। পরে তামিমের হার্টে রিং পড়ানো হয়। এরপর থেকে রিকভারি চলছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের।