News Times BD

আর সিনেমা করবেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি

আর সিনেমা করবেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। বাকি জীবন মানুষের জন্য কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এই চিত্রনায়িকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহি। নির্বাচনী প্রচারণায় দিনরাত এক করে প্রচারণা চালাচ্ছেন তিনি। ভোট চাইছেন ঘরে ঘরে গিয়ে। এতদিন বড় পর্দায় দেখা নায়িকাকে চোখের সামনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। ভোট চাওয়ার সময় ভোটারদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন, দেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। মঙ্গলবার (২৭শে ডিসেম্বর) গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখবো না! ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি। নারী ভোটারদের এমন কথার বিপরীতে মাহি বলেন, আমার বাসা মুণ্ডুমালা। এখানেই থাকবো।
আমি তো আর সিনেমা করবো না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকবো। গত দুই বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মাহি। আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু দল তাকে মনোনয়ন না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন। এদিকে নতুন কোনো সিনেমাও হাতে নেননি তিনি এরমধ্যে। পুরোটা সময় পরিবার ও রাজনীতিতে দিচ্ছেন। সে কারণেই সিনেমা আর না করার সিদ্ধান্ত তার।

Exit mobile version