পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। জেলার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঘোষণা করেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের মনোনয়ন বৈধ।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, জামায়াতে ইসলামীর মুহা. শাহ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবু বকর সিদ্দিকী, গণঅধিকার পরিষদের মো. শহিদুল ইসলাম ফাহিম এবং খেলাফত মজলিশের মো. দেলোয়ার হোসেন।

 

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস. এম. ফজলুল হকের মনোনয়ন তথ্যের ঘাটতির কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এর মধ্যে ২৭ জন জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here