News Times BD

আসাদুজ্জামান নূরের ব্যাংক হিসাবে ১৫৮ কোটি টাকার লেনদেন

ব্যাংক হিসাবে ১৫৮ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ সন্দেহজনক লেনদেন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জনপ্রিয় অভিনেতা সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের অনুমোদনের এ তথ্য জানিয়েছেন। মামলায় আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ৫ কোটি ৩৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সাবেক এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রী তার নামে থাকা ১৯টি ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন করেছেন বলেও অভিযোগে বলা হয়েছে। ফলে মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে টানা পাঁচবারের সংসদ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। নীলফামারী-২ আসন থেকে ২০০১ সালে প্রথমবারের মতো নৌকা প্রতীকে সংসদ সদস্য হন তিনি। এরপর আরও চারটি নির্বাচনে জয় পান।

Exit mobile version