রাশিয়ার ভূমিকম্পটি ইতিহাসের নথিভুক্ত দশটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের তালিকায় স্থান পেয়েছে বলে জানিয়েছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূ-ভৌতবিজ্ঞান ও টেকটনিক্স বিভাগের সহকারী অধ্যাপক হেলেন জানিশেভস্কি। বিবিসি’র নিউজডে প্রোগ্রামে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ৮.৮ মাত্রার এই ভূমিকম্প ইতিহাসে ষষ্ঠ ভয়াবহতম হিসেবে চিহ্নিত হয়েছে। এটি ২০১০ সালে চিলির বায়োবিও অঞ্চলে এবং ১৯০৬ সালে ইকুয়েডরের এসমেরালদাসে সংঘটিত সমপর্যায়ের ভূমিকম্পের সঙ্গে সমানভাবে অবস্থান করছে।

চিলির ভূমিকম্প সম্পর্কে ইউএসজিএস বলেছে, কুইরিহু শহরের উপকূলে সংঘটিত ওই তীব্র ভূমিকম্পে ৫২৩ জন নিহত হয় এবং ৩ লাখ ৭০ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়। ইকুয়েডরের ভূমিকম্প সম্পর্কে তারা জানায়, ইকুয়েডর-কলোম্বিয়া ভূমিকম্প নামে পরিচিত ওই কম্পনে সৃষ্ট শক্তিশালী সুনামি ১৫০০ মানুষের প্রাণ কেড়ে নেয়। জলোচ্ছ্বাস সান ফ্রান্সিসকো পর্যন্ত পৌঁছে যায়। উল্লেখযোগ্য বিষয় হলো, ইতিহাসের পঞ্চম ভয়াবহতম ভূমিকম্পটিও মঙ্গলবারের মতো রাশিয়ার কামচাটকা ক্রাই অঞ্চলে হয়। ১৯৫২ সালের সেই ভূমিকম্প ছিল বিশ্বের প্রথম নথিভুক্ত ৯ মাত্রার ভূমিকম্প, যা বৃহৎ সুনামি সৃষ্টি করে হাওয়াইতে আঘাত হানে এবং এক মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here