তেহরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতার অভিযোগ এনে একটি জরুরি অধিবেশন ডেকেছে জাতিসংঘ। শুক্রবার (২৩ জানুয়ারি) সংস্থাটির মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে অনুষ্ঠিত হবে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিবেশনে ইরানের চলা সহিংসতা এবং দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে বিচারের জন্য জাতিসংঘের তদন্তকারী দলের প্রতি আহ্বান জানানো হবে।
আইসল্যান্ডের খসড়া করা একটি চিঠি অনুসারে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা, দেশব্যাপী দমন-পীড়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কমপক্ষে ৫০টি দেশ বিশেষ অধিবেশনের অনুরোধকে সমর্থন করেছে।
জেনেভা-ভিত্তিক সংস্থার সামনে একটি প্রস্তাবে ২০২২ সালে বিক্ষোভের পূর্ববর্তী ঢেউয়ের পর জাতিসংঘের তদন্তের মেয়াদ দুই বছর বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এতে তেহরানে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া অস্থিরতার সঙ্গে সম্পর্কিত আইন লঙ্ঘন এবং অপরাধের জরুরি তদন্তের আহ্বান জানানো হয়েছে।
অধিকার গোষ্ঠীগুলি বলছে, তেহরানে সহিংস বিক্ষোভে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ইরানি-কানাডিয়ান নাগরিকত্বের অধিকারী জাতিসংঘের সাবেক প্রসিকিউটর পায়াম আখভান রয়টার্সকে বলেন, অধিবেশনে অপরাধের মাত্রা অনুযায়ী তিনি বক্তব্য রাখবেন।
যদিও অস্থিরতার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দ্বারা সমর্থিত ‘সন্ত্রাসী এবং দাঙ্গাবাজদের’ দায়ী করে আসছে তেহরান।




