জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে সরকার। শনিবার এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে, গণভোট করা ইসির দায়িত্ব। এক্ষেত্রে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে অনুষ্ঠিত হবে। তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ইসি।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এন এম নাসিরউদ্দিন। সে লক্ষ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে সাংবিধানিক এই সংস্থাটি।
