এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এ বছর ৯৮৪ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। গত বছর এই সংখ্যা ছিল ২৯৬৮। পরীক্ষার ফল বিশ্লেষণ করে আরও দেখা যায়, ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী। বৃহস্পতিবার দুপুর ২টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। কেন্দ্রীয়ভাবে ঢাকা শিক্ষা বোর্ড সব বোর্ডের চেয়ারম্যান ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।
এসএসসি-সমমানে ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের পাস করেনি কেউ
