রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের জন্য জাতীয় ঐকমত্য কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের দশম দিনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

আলী রীয়াজ বলেন, ‘আমি বারবার বলেছি, দলগুলোর সঙ্গে আলাদা বৈঠকের সময় সুস্পষ্টভাবে বলেছি কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না।’

সব বিষয়ে একমত হওয়ার কোনো বিষয় নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা সব বিষয়ে একমত হব না।’

ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ নিয়ে দলগুলোর আপত্তি থাকায় সংশোধিত প্রস্তাবে তা আর রাখা হয়নি। একইভাবে চার প্রদেশে ভাগের প্রস্তাবে দলগুলোর দ্বিমতের কারণে উপস্থাপন করা হয়নি। সব বিষয়ে একমত হওয়া যাবে না।’

‘যেগুলো বাদ দিয়ে যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি, সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টা আমাদের থাকতে হবে’-উল্লেখ করেন আলী রীয়াজ।

সংলাপের অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘কিছু বিষয় আলোচনা হয়েছে এবং কিছু কিছু বিষয় এখনো উপস্থাপন করিনি। তার মধ্যে একটি নতুন বিষয় আজকে উপস্থাপন করব।’

আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।

অন্যদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here