কিশোরগঞ্জ-০১ নির্বাচনী আসনে বিএনপি প্রার্থীদের মধ্যে HEWA (Human & Environment Welfare Association) কর্তৃক জনপ্রিয়তার জরিপের ফলাফল দেয়া হলো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-০১ নির্বাচনী আসনে HEWA গত দুইমাস কিশোরগঞ্জ-হোসেনপুরের বিভিন্ন ইউনিয়নে প্রত্যক্ষ জরিপ চালিয়ে যে তথ্য পেয়েছে তা প্রকাশ করেছে।
আসনটিতে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অন্তত ছয়জন। তারা হলেন- বর্তমান হোসেনপুর বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ্ রাব্বানী ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।
উপজেলা অনুযায়ী জনপ্রিয়তা জরিপের ফলাফল দেয়া হলোঃ
কিশোরগঞ্জ-
১। মাজহারুল ইসলাম = ১৪%
২। জহিরুল ইসলাম মবিন = ৩%
৩। মাসুদ হিলালী = ৩%
৪। রেজাউল করিম খান চুন্নু = ১৫%
৫। খালেদ সাইফুল্লাহ সোহেল = ৫৫%
৬। ওয়ালীউল্লাহ্ রাব্বানী = ১০%
হোসেনপুর-
১। মাজহারুল ইসলাম = ১৭%
২। জহিরুল ইসলাম মবিন = ২০%
৩। মাসুদ হিলালী = ১%
৪। রেজাউল করিম খান চুন্নু = ৩০%
৫। খালেদ সাইফুল্লাহ সোহেল = ২৮%
৬। ওয়ালীউল্লাহ্ রাব্বানী = ৪%




