News Times BD

গাজায় ইসরায়েলের ট্যাংক-গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস

ফিলিস্তিনে অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটিকে গাজায় অভিযান অব্যাহত রাখতে একের পর হোঁচট খেতে হচ্ছে। এবার গাজায় ইসরায়েলের ট্যাংক-গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলের দুটি মারকাভা ট্যাংককে লক্ষ্য করে হামলা করেছে। আল ইয়াসিন-১০৫ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে খান ইয়ানিসে ও গাজার দক্ষিণাঞ্চলের মহাত্তা এবং কাতিবা এলাকায় এ হামলা করা হয়।
দলটি আরও জানিয়েছে, তারা সেন্ট্রাল গাজার মুগরাকায় একটি অ্যান্টি পারসোনেল বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করেছে। এ ডিভাইসটি ইসরায়েলি সেনারা একটি ভবনের ভেতরে স্থাপন করেছিল।
কাসেম ব্রিগেড জানিয়েছে, নুসিরাত এলাকায়ও তাদের যোদ্ধারা একটি বিস্ফোরক নিস্ক্রিয় করেছে। ইসরায়েলি সেনাদের পদাতিক বাহিনী এটি স্থাপন করেছিল।

ইসরায়েলে হামলার হুমকি লেবাননের নাসরুল্লাহর
সামরিক শাখা আরও জানায়, আল বুর্জ শরণার্থী শিবিরেও ইসরায়েলের সেনাদের গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়েছে। তাদের সেনারা আরপিজি শেল দিয়ে ইসরায়েলি সেনাদের ওপর এ হামলা চালায়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। হামাসকে নির্মূলের নামে অব্যাহত হামলায় ফিলিস্তিনের ২২ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া একের পর এক হামলায় ধসিয়ে দেওয়া হয়েছে গাজার বাড়িঘর। এমনকি এসব বাড়িঘর এমনভাবে হামলা করা হয়েছে যা পুরোপুরি মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। অন্যদিকে ফিলিস্তিনের হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন।

Exit mobile version