News Times BD

গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালককে হত্যা করেছে ইসরাইল

সূত্রের উল্লেখ করে আল জাজিরা জানিয়েছে, গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান আল সুলতানকে স্বপরিবারে হত্যা করেছে ইসরাইল। গাজা শহরের দক্ষিণপশ্চিমে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে দখলদাররা। এতে স্ত্রী ও সন্তানসহ নিহত হয়েছেন মারওয়ান আল সুলতান। উল্লেখ্য, আল সুলতান গাজার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতেন। ইসরাইলি সেনাবাহিনী যখন হাসপাতালটি অবরুদ্ধ করেছিলো তখন মেডিকেল টিমের সুরক্ষায় একাধিকবার আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Exit mobile version