News Times BD

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২২,৪০২ প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বিদেশে অবস্থানরত ২২ হাজার ৪০২ ভোটার নিবন্ধন করেছেন। তারা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

সোমবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। সবশেষ বিকাল ৫টায় দেখা যায়, পুরুষ আবেদন করেছেন ২০ হাজার ২৭৪ ও নারী ২ হাজার ১২৮ জন। এরমধ্যে অনুমোদন হয়েছে ২২ হাজার ২৫৬ জনের। অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ১৪৬ জনের আবেদন।

ইসি পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, প্রথম পর্বে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করবেন।

Exit mobile version