News Times BD

জুলাই বিপ্লবের প্রধান কোনো নেতা ছিল না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দীর্ঘ ১৫ বছর নির্যাতন, জুলুম, গুম, খুন ও হত্যার স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের জাঁতাকল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে ঐতিহাসিক জুলাই গণবিপ্লব হলো, এ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আবার তার স্বাধীনতায় ফিরে আসতে সক্ষম হয়েছে। সেই জুলাই বিপ্লবের প্রধান কোনো নেতা ছিল না।

তিনি বলেছেন, বাংলার আপামর জনসাধারণ, এ দেশের পরিবর্তনগামী বিপ্লবী জনতার ঐক্যবদ্ধ জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছে। আজ এই পরিবর্তনগামী বাংলার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যের স্রোতে সব ভেসে যাবে ইনশাআল্লাহ।

 

শনিবার পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী শামীম সাঈদীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, আজ আমরা ইতিহাসের এই ঐতিহাসিক মুহূর্তে যে ঐক্য গড়েছি, আমাদের সেই ঐক্যের অন্যতম প্রধান বুনিয়াদ হলো বাংলাদেশকে ভালোবাসা। আমাদের বুনিয়াদ হলো বাংলাদেশ থেকে দুর্বৃত্তপনা এবং গুন্ডামির রাজনীতি বন্ধ করা।

জনসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামিম সাঈদী, পিরোজপুর জেলা আমির তোফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর-৩ আসনের জামায়াত জোটের এনসিপি প্রার্থী শামীম হামিদিসহ জেলা জামায়াতের নেতাকর্মীরা।

Exit mobile version