মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডনাল্ড ট্রাম্পের জয়ের পর বাজি রেখেছিলেন ক্রিপ্টো উৎসাহীরা। পরিসংখ্যান বলছে, ট্রাম্প প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়ের পর থেকে এক সপ্তাহে বিটকয়েনের মূল্য ৩০ শতাংশেরও বেশি বেড়েছে। ডনাল্ড ট্রাম্পের বিজয়ের প্রভাব পড়েছে ক্রিপ্টোকারেন্সির বাজারে। এর মধ্যে বিটকয়েনের দাম প্রথমবারের মতো ৯০ হাজার ডলার ছাড়িয়ে গেছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি মঙ্গলবার ৮৯, ৬৩৭ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। নির্বাচনী প্রচারে ক্রিপ্টোকে বিশেষভাবে উল্লেখ করেছেন ডনাল্ড ট্রাম্প। তার প্রতিশ্রুতি অনুসারে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র হতে যাচ্ছে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’। যদিও প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ট্রাম্প বিটকয়েনকে একটি ‘স্ক্যাম’ বলে অভিহিত করেছিলেন এবং অভিযোগ করেছিলেন মুদ্রাটি ডলারের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে।
তবে দ্বিতীয় মেয়াদে তিনি তার চিন্তাধারায় আমূল পরিবর্তন আনেন। আর এখন প্রেসিডেন্ট নির্বাচনের পর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান গ্যারি গেনসলারকে প্রতিস্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। যিনি এই সেক্টরের তদারকি বাড়ানোর জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন।
সেপ্টেম্বরে ট্রাম্প তার পরিবারের সদস্যদের সঙ্গে নিজস্ব ক্রিপ্টো উদ্যোগ ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল চালু করার ঘোষণা দেন। সিডনির এটিএফএক্স গ্লোবালের প্রধান বাজার বিশ্লেষক নিক টুইডেল বলেছেন, ‘ডনাল্ড ট্রাম্প প্রশাসন যদি ক্রিপ্টো খাতে নিয়ন্ত্রণ শিথিল করে, তবে এটি অনেক ভালো হবে। বিটকয়েনের দাম ১ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।’
তিনি সতর্ক করেছেন বিটকয়েন লাভজনক দেখালেও বাজার এখনো অত্যন্ত অস্থির এবং তীব্রভাবে মূল্যহ্রাসের প্রতি সংবেদনশীল। ছোট বিনিয়োগকারীদের ওপর এ ধরনের পরিবর্তনের প্রভাব অনেক বেশি হতে পারে। তাই যারা ঝুঁকির জন্য প্রস্তুত নন, তাদের সতর্ক থাকা উচিত।
আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এশিয়ার বাজারে বিটকয়েনের মূল্য ৮৯ হাজার ৬৩৭ মার্কিন ডলার। খুব শিগগিরই সেটা ৯০ হাজারের গণ্ডি পেরিয়ে যাবে বলে মত বিশ্লেষকদের।
সূত্র: আলজাজিরা