কিংবদন্তি গলফার টাইগার উডস সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত পোস্টে ডনাল্ড ট্রাম্পের প্রাক্তন পুত্রবধূর সঙ্গে তার প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছেন। এক্সের একটি পোস্টে তিনি লিখেছেন, ডনাল্ড ট্রাম্প জুনিয়রের প্রাক্তন স্ত্রী ভেনেসা ট্রাম্পের সাথে তিনি ডেটিং করছেন। ভেনেসার সঙ্গে ছবি দিয়ে তিনি লেখেন, ‘বাতাসে শুধুই ভালোবাসা। আর তুমি আমার পাশে থাকলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। আমরা এক সঙ্গে জীবনে নতুন পথ চলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই সময়ে আমাদের প্রিয়জনেরা এই গোপনীয়তা বজায় রেখেছেন। আমি এর প্রশংসা করি।’
২০০৫ সালে ট্রাম্পের বড় ছেলে ডনাল্ড জন ট্রাম্প জুনিয়রকে বিয়ে করেছিলেন ভেনেসা। তাদের ৫ সন্তান রয়েছে। কিন্তু দীর্ঘ ১৩ বছর সংসার করার পর ২০১৮ সালে ট্রাম্পের ছেলের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন ভেনেসা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার এবং উডসের একসঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।
এদিকে, একাধিকবার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন গলফ তারকা উডস। নাম জড়িয়েছিল যৌন কেলেঙ্কারিতেও। যা হইচই ফেলে দিয়েছিল বিশ্বে। খেলার দুনিয়ায় তার ভাবমূর্তি ধাক্কা খেয়েছিল। প্রভাব পড়েছিল টাইগারের গলফ কেরিয়ার ও দাম্পত্যেও। যৌন কেলেঙ্কারিতে জড়ানোর এক বছরের মাথাতেই স্ত্রী এলিন নর্ডেগ্রেনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় টাইগারের। এরপরও একাধিক হাই প্রোফাইল তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে খবরে থেকেছেন তিনি।
সূত্র : এনডিটিভি