News Times BD

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্নের নির্দেশ প্রধান উপদেষ্টার

য়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন। 

রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বৈঠক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সব প্রস্তুতি সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে যাবতীয় নিয়োগ, প্রশিক্ষণ এবং ক্রয় এ সময়ের মধ্যে শেষ করতে হবে। 

Exit mobile version