News Times BD

ডেঙ্গুতে একদিনে আরও ৪১৬ রোগী হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৬ জন রোগী। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৬৫ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। সেই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, ঢাকা বিভাগে অন্যান্য জেলায় ৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯ জন, খুলনা বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ৫১ এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৩৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৭৪১ জন। চলতি বছরের এই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের।

Exit mobile version