ডেঙ্গু টেস্টে বিকাশ পেমেন্টে ২৫০ টাকা ছাড় জিডি অ্যাসিস্টে

    0
    3

    স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান জিডি অ্যাসিস্ট-এ ডেঙ্গু টেস্ট প্যাকেজের ফি বিকাশ পেমেন্ট করে গ্রাহক পাচ্ছেন ২৫০ টাকা ছাড়। এই টেস্ট প্যাকেজের আওতায় থাকছে, বাসা থেকে স্যাম্পল কালেকশন, ব্লাড ও ডেঙ্গু টেস্ট এবং সাথে ডাক্তারের ফ্রি কনসালটেশন। ডেঙ্গু টেস্টের নিয়মিত প্যাকেজ মূল্য ১,৪০০ টাকা হলেও, বিকাশ পেমেন্টের ক্ষেত্রে ২৫০ টাকা ডিসকাউন্টে প্যাকেজটি পাওয়া যাবে ১,১৫০ টাকায়।
    অফারটি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। অফার চলাকালীন একজন গ্রাহক যতবার প্রয়োজন ততবার লেনদেন করতে পারবেন।
    ডিসকাউন্ট পেতে হলে গ্রাহককে পেমেন্ট গেটওয়ে, বিকাশ অ্যাপ, *২৪৭# ডায়াল করে কিংবা পেমেন্ট লিংকে ক্লিক করে উল্লেখ্য মার্চেন্ট একাউন্টে সফলভাবে পেমেন্ট করতে হবে। অফারটি সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/campaign/gdassist-bkash-offer অথবা https://www.facebook.com/story.php?story_fbid=768421461985324&id=100064524319388&mibextid=WC7FNe – লিংকে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here