ঢাকা কমার্স কলেজের কমিটি গঠনে অনিয়ম ও আদালত অবমাননার অভিযোগ

0
22

ঢাকা কমার্স কলেজের এডহক কমিটি ও গভর্নিং বডি গঠনে অনিয়ম ও আদালত অবমাননার অভিযোগ উঠেছে। জানা যায়, গত বছরের ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৯শে আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে সব ডিগ্রি কলেজের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেয়। নতুন করে এডহক কমিটি গঠনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে তিনজন করে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যদের নামের প্রস্তাব পাঠানোর জন্য কলেজ কর্তৃপক্ষকে বলা হয়। প্রতিষ্ঠান প্রধান হিসেবে কলেজ অধ্যক্ষ প্রজ্ঞাপন অনুযায়ী ২রা সেপ্টেম্বর একটি তালিকা পাঠালেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই তালিকা অনুসরণ না করে নিজেদের ইচ্ছেমতো ব্যক্তিদের দিয়ে এডহক কমিটি গঠন করেন।

এ কমিটি বিধি বহির্ভূত বলে অনিয়মের অভিযোগ এনে কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা তথা প্রথম অধ্যক্ষ শামসুল হুদা আদালতের শরণাপন্ন হন। হাইকোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি গঠিত কমিটিকে বেআইনি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ জানতে চেয়ে এক রুল নিশি ইস্যু করেন। কিন্তু ভিসি আদালতের রুল নিশি মোতাবেক কোন ব্যবস্থা গ্রহণ করেননি। চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ উক্ত এডহক কমিটিকে অবৈধ ঘোষণা করে অধ্যক্ষ প্রেরিত তালিকা মোতাবেক কমিটি গঠনের নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেন। অভিযোগ রয়েছে উক্ত রায়ের কোন তোয়াক্কা না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কলেজ গভর্নিং বডি অনুমোদন দেন বলে অভিযোগ রয়েছে।

আদালতে অভিযোগকারী শামসুল হুদা জানান, আদালতের নির্দেশনার পরও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তিনি প্রশ্ন রেখে বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশনা গুরুত্বহীন হয়ে পড়লে সাধারণ মানুষ কোথায় আশ্রয় নিবেন?
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ বলেন, যেহেতু এটি আদালতের বিষয়, তাই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here