ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার বিকালে এই আসনের ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করার কথা রয়েছে তারা।

 

এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ।

এদিন সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদ বিকাল ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন এবং ধানমন্ডি থানার ভোটার হবেন তিনি।

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসন। এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে এই আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here