News Times BD

তাহলে বিশ্বকাপে খেলা নিশ্চিত মেসির

২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখা যাবে কি না, তা নিয়ে আলোচনা চলছে সেই কাতার বিশ্বকাপের পর থেকে। বিভিন্ন সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপে খেলার সম্ভাবনার কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষবার তো বলেই দেন যে শতভাগ ফিট থাকলে ফুটবলের মেগা ইভেন্টে দেখা যাবে তাকে। এবার ২০২৬ বিশ্বকাপে খেলার প্রসঙ্গে আরেকটু ইতিবাচক মন্তব্য করলেন মেসি। আসন্ন বিশ্বকাপের ২২টি দেশের জার্সি কিছুদিন আগে উন্মোচন করে অ্যাডিডাস। প্রতিষ্ঠানটির এ বাণিজ্যিক ভিডিওতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়সহ সংগীতশিল্পী বিজার‌্যাপ ও আর্জেন্টাইন সাবেক তারকা আনহেল ডি মারিয়া। ভিডিওটিতে রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, ক্রিস্টিয়ান রোমেরোদের কথা বলতে দেখা যায়। সেখানে খেলোয়াড়দের সঙ্গে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার তাস খেলার দৃশ্য দেখানো হয়। তাসে চার সংখ্যা উঠতেই মেসি বলে ওঠেন, ‘এটি আমার চাই’। ২০২২ কাতার বিশ্বকাপ জিতে তৃতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। আসন্ন ২০২৬ বিশ্বকাপ আলবিসেলেস্তেদের চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন। মেসির এ সংক্ষিপ্ত বার্তাকে বিশ্বকাপে খেলতে চাওয়ার ইচ্ছার ইঙ্গিত হিসেবে ধারণা করা হচ্ছে। দলকে চতুর্থ বিশ্বকাপ এনে দেয়ার প্রতিফলন হতে পারে ৩৮ বছর বয়সী মেসির এই চাওয়া। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে হবে বিশ্বকাপের পরবর্তী আসর। ২০০৬ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে খেলেছেন মেসি। ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে এর আগে স্পষ্ট কিছু বলেননি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে, এ বিজ্ঞাপনচিত্রে মেসির এমন ইঙ্গিত আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করেছে। 
চলতি মাসেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বছরের শেষ ম্যাচে খেলতে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১৪ই নভেম্বর অ্যাঙ্গোলার সঙ্গে খেলতে যাওয়া প্রীতি ম্যাচটির স্কোয়াডে আছেন মেসিও। এর আগে কোনো ম্যাচ না থাকায় স্পেনে প্রশিক্ষণ সারবে লিওনেল স্কালোনির দল।

 
Exit mobile version