News Times BD

দুবাইয়ে স্বর্ণের দাম কমতির দিকে

সপ্তাহের শুরুতে দুবাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নেমে এসেছে প্রতি গ্রাম ৩৬৭ দিরহামে। গত শুক্রবারের (৯মে) ৩৭১.২৫ দিরহাম থেকে এই দাম কিছুটা কম। তবে ক্রেতাদের প্রত্যাশা স্বর্ণের দাম আগামী দিনগুলোতে আরও কমবে এবং নেমে চলে আসবে ৩৫০-৩৬০ দিরহামের মধ্যে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। 

এতে বলা হয়, বিশেষ করে গ্রীষ্মকালীন ছুটির আগে অনেকেই স্বর্ণালংকার কিনতে চান, তাই বাজারে এক ধরনের অপেক্ষার মনোভাব বিরাজ করছে। দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপের বোর্ড সদস্য ও সিরোয়া জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক চন্দু সিরোয়া বলেন, কয়েক সপ্তাহে আমরা দেখেছি, সংযুক্ত আরব আমিরাতের ক্রেতারা প্রতিবার দাম পতনের সময় স্বর্ণ কিনছেন। তবে এটি দীর্ঘমেয়াদে স্বর্ণের মূল্য বৃদ্ধিরই ইঙ্গিত দেয়।

তিনি আরও বলেন, বর্তমানে যে দাম কমেছে তা অস্থায়ী। গত সপ্তাহে একদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম উঠে গিয়েছিল ৩৮১.৭৫ দিরহামে। সাম্প্রতিককালের সর্বোচ্চ এই দাম। সেই তুলনায় ৩৬৭ দিরহাম অনেকটাই কম। 

এক স্বর্ণ বিক্রেতা জানান, দুই মাস ধরে দামের যে উর্ধ্বগতি ছিল, তা অনেক ক্রেতার মধ্যে অবসাদ তৈরি করেছে। ৩৬০ দিরহামের নিচে নামলেই হয়তো আবার বড় আকারে কেনাকাটা শুরু হবে। দামের এই সাম্প্রতিক পতনের পেছনে প্রধান কারণ হলো সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক হ্রাস নিয়ে আলোচনায় ইতিবাচক সাড়া পাওয়া।

বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৭০ ডলার কমে দাঁড়িয়েছে ৩,২৭১ ডলার প্রতি আউন্স, যা আরও কমার ইঙ্গিত দিচ্ছে। যদিও দাম কমতির দিকে, তারপরও বড় অংশের ক্রেতা অপেক্ষায় আছেন আরও বড় পতনের। যদি দাম ৩৬০ দিরহামের নিচে নামে, তবে তা গ্রীষ্মকালীন ছুটির আগে স্বর্ণ কেনার একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে।

Exit mobile version