সর্বশেষ
[glt-translator]
Home » জাতীয় » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০ থেকে ৮৭ ভাগ ভোট পড়েছে যেসব আসনে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০ থেকে ৮৭ ভাগ ভোট পড়েছে যেসব আসনে

জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে কিছু আসনে ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন সোমবার ভোটের তথ্য প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ৮৭ দশমিক ২৪ শতাংশ ভোট পড়েছে গোপালগঞ্জ-৩ আসনে। এই আসনে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর। তিনি ৪৬৯ ভোট পেয়েছেন। এছাড়া ভোট পড়ার হারের নিরিখে দ্বিতীয় স্থানে আছে গোপালগঞ্জ-২ আসন। এই আসনে ভোট পড়েছে ৮৩ দশমিক ২০ শতাংশ ভোট। আসনটিতে নৌকা প্রতীকে শেখ ফজলুল করিম সেলিম ভোট পেয়েছেন ২ লাখ ৯৫ হাজার ২৯১।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কাজী শাহিন ভোট পেয়েছেন ১ হাজার ৫১৪ ভোট।
মাদারীপুর-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নূর-ই আলম চৌধুরী ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোতাহার হোসেন সিদ্দীক ভোট পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট। এ আসনে ভোটের হার ৬৬.৮০ শতাংশ।

গোপালগঞ্জ-১ আসনে ভোট পড়েছে ৬১ দশমিক ৪৬ শতাংশ। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফারুক খান ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রথীকের স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৩৪ ভোট।

সিরাজগঞ্জ-১ আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৩২ শতাংশ। বাগেরহাট-১ আসনে নৌকা প্রতীকের শেখ হেলাল উদ্দিন ২ লাখ ১৯ হাজার ৯৩৯ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. কামরুজ্জামান পেয়েছেন ৫ হাজার ৫ হাজার ২১০ ভোট। এই আসনে ভোটের হার ৬৭ দশমিক ৬৫ শতাংশ। বাগেরহাট-২ আসনে নৌকা প্রতিকের শেখ তন্ময় ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী হাজরা সহিদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট। এই আসেন ভোটের হার ৬৪ দশমিক ৩১ শতাংশ।

বাগেরহাট-৪ আসনে নৌকা প্রতীকের এইচ. এম. বদিউজ্জামান ১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের জামিল হোসাইন পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট। এই আসেন ভোটের হার ৬০ দশমিক ৭৯ শতাংশ।

জামালপুর-১ আসনে নৌকা প্রতিকের নূর মোহাম্মদ ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আবু সায়েম পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট। এই আসেন ভোটের হার ৬০ দশমিক ০৭ শতাংশ।

ফরিদপুর-৪ আসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান চৌধুরী ১ লাখ ৪৮ হাজার ০৩৫ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের কাজী জাফর উল্লাহ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট। এই আসেন ভোটের হার ৬০ দশমিক ০৫ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে নৌকার প্রতীকের প্রার্থী এ বি তাজুল ইসলাম ভোট পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৮৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আমজাদ হোসেন সিদ্দীক ভোট পেয়েছেন ২ হাজার ৮১৭ ভোট। এই আসেন ভোটের হার ৭৬ শতাংশ।

কুমিল্লা-৭ আসনে নৌকার প্রতীকের প্রার্থী প্রান গোপাল দত্ত ভোট পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুমতাকিম আশরাফ ভোট পেয়েছেন ১১ হাজার ৬৬৮ ভোট। এই আসেন ভোটের হার ৬৩ দশমিক ৮৮ শতাংশ।

কুমিল্লা-৮ আসনে নৌকার প্রতীকের প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন ভোট পেয়েছেন ২ লাখ ৭০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এম ইরফান ভোট পেয়েছেন ৩ হাজার ৭২১ ভোট। এই আসেন ভোটের হার ৬৩ দশমিক ২৫ শতাংশ।
ফেনি-২ আসনে নৌকার প্রতীকের প্রার্থী নিজাম উদ্দীন হাজারী ভোট পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ভোট পেয়েছেন ৪ হাজার ৮৫৮ ভোট। এই আসেন ভোটের হার ৬১ দশমিক ৮৫ শতাংশ।

নোয়াখালী-৬ আসনে নৌকার প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী ভোট পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ভোট পেয়েছেন ৫ হাজার ৯৩৬ ভোট। এই আসেন ভোটের হার ৬৫ দশমিক ৫০ শতাংশ।

চট্টগ্রাম-৬ আসনে নৌকার প্রতীকের প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী ভোট পেয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী ভোট পেয়েছেন ৩ হাজার ১৫৯ ভোট। এই আসেন ভোটের হার ৭৩ দশমিক ২৪ শতাংশ।চট্টগ্রাম-৭ আসনে নৌকার প্রতীকের প্রার্থী

মোহাম্মদ হাসান মাহমুদ ভোট পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের প্রার্থী ভোট পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট। এই আসেন ভোটের হার ৬৯ দশমিক ৪৩ শতাংশ।

বান্দরবান আসনে নৌকার প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উ শৈ সিং ভোট পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী ভোট পেয়েছেন ১০ হাজার ৩৬১ ভোট। এই আসেন ভোটের হার ৬৪ দশমিক ৯৪ শতাংশ।

রাঙ্গামাটি আসনে নৌকার প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার ভোট পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ৩৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছড়ি প্রতীকের প্রার্থী ভোট পেয়েছেন ৪ হাজার ৯৬৫ ভোট। এই আসেন ভোটের হার ৫৯ দশমিক ৬০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *