আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে কোনো অডিও বার্তা দিয়েছেন কি না, তার ওপর নির্বাচন অস্থিতিশীল হবে বা ভণ্ডুল হবে— এমনটি নির্ভর করে না। নির্বাচন ভণ্ডুল বা অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। আর যদি তাঁদের সাহস থাকে, তবে দেশে এসে কথা বলুন। তাঁরা আইনের আওতায় আছেন, আইনের আশ্রয়ে থেকেই কথা বলতে পারেন। যেহেতু সাহস নেই, তাই পালিয়ে থেকে বক্তব্য দিচ্ছেন।

তিনি আরও বলেন, দেশে তাঁদের যে সমর্থক ছিল, এখন আর সেভাবে নেই। অনেক সমর্থক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, অনেকে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছে এবং বিভিন্ন দেশ তাঁদের আশ্রয় দিয়েছে। এ সময় ফ্যাসিস্ট অপরাধীদের দেশে ফেরত আনার ক্ষেত্রে আশ্রয়দানকারী দেশগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের আমলে কারা অধিদফতরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, এবার নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। কোনো রিকোয়েস্ট বা তদবির গ্রাহ্য করা হয়নি এবং অর্থের বিনিময়ে কোনো নিয়োগ দেওয়া হয়নি।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই দুর্নীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি সাহস ও দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমাদের মন্ত্রণালয়ের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় দুর্নীতি দূর করা সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কারাগারে বন্দিদের খাবারের মান ও পরিমাণ উভয়ই বাড়ানো হয়েছে। এ সময় তিনি দেশপ্রেমের মহান ব্রত নিয়ে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নবীন কারারক্ষীদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here