News Times BD

প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন তারা।

এতে পল্টন থেকে সচিবালয় এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। পরে রাস্তা থেকে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে কয়েকজন শিক্ষক আহত হন।

অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তারা।

Exit mobile version