News Times BD

ফিফার বর্ষসেরা ফুটবলারও দেম্বেলে, আর কারা কী জিতলেন

ব্যালন ডি’অরের পর এবার অনুমিতভাবেই ২০২৫-এর সেরা ফুটবলারের স্বীকৃতি ‘ফিফা দ্য বেস্ট’ পেলেন উসমান দেম্বেলে। কাতারের দোহায় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয় দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস। জমকালো সে অনুষ্ঠানে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ট্রেবল জেতানোর অন্যতম নায়কের হাতে বর্ষসেরার পুরস্কারটি তুলে দেয়া হয়। টানা তৃতীয়বারের মতো মেয়েদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পান বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। 

স্বভাবত অনুষ্ঠানের শুরু থেকে একে একে অন্যান্য ক্যাটাগরির পুরস্কারগুলো দেয়া হয়ে থাকে। বিজয়ী পুরুষ ও নারী ফুটবলারদের নাম ডাকা হয় সবার শেষে। তবে এবার অনুষ্ঠানে একটু ভিন্নতা আনে ফিফা। মঙ্গলবার মূল অনুষ্ঠান শুরুর আগেই জানিয়ে দেয়া হয় বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা গোল পুসকাস অ্যাওয়ার্ড ও ফিফা ফেয়ার প্লে বিজয়ীদের নাম। বর্ষসেরার দৌড়ে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন ২৮ বছর বয়সী দেম্বেলে। ২০২৪-এর ১১ই আগস্ট থেকে ২০২৫-এর ২রা আগস্ট বিবেচিত সময়ের মধ্যে দুর্দান্ত দেম্বেলেকে প্রত্যক্ষ করে ফুটবলবিশ্ব।

দল হিসেবেও অবিশ্বাস্য এক মৌসুম কাটায় পিএসজি। ফরাসি লীগ ওয়ানের পর ফ্রেঞ্চ কাপ এবং পরিশেষে চ্যাম্পিয়নস লীগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে সেই অধরা শিরোপা! ফরাসি জায়ান্টদের এমন সাফল্যের অন্যতম রূপকার ছিলেন দেম্বেলে। গত মৌসুমে ৫৩ ম্যাচে ৩৫ গোলের পাশাপাশি ১৬টি অ্যাসিস্টও করেন এ ফরাসি ফরোয়ার্ড।

এছাড়া, এক ম্যাচের শিরোপার লড়াই ফরাসি সুপার কাপেও জয় এনে দেয়া একমাত্র গোলটি করেন দেম্বেলেই। নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপে ফাইনালে গিয়ে শিরোপা খোয়ায় পিএসজি। প্রথমে চোটের কারণে গ্রুপ পর্বের তিন ম্যাচে বাইরে থাকলেও, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একটি করে গোল করে দলকে ফাইনালে তুলতে অবদান রাখেন দেম্বেলে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর থেকে দ্য বেস্ট পুরস্কার হাতে পেয়ে পিএসজি ফরোয়ার্ড বলেন, ‘প্রথমেই আমি আমার সব সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। আমাদের কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছি। ব্যক্তিগত ও দলীয়ভাবে আমার জন্য এটি চমৎকার এক বছর ছিল। 

নারী ফুটবলের বর্ষসেরার মঞ্চে হ্যাটট্রিক করেন আইতানা বোনমাতি। বার্সার হয়ে টানা ষষ্ঠ লীগ শিরোপা জেতা বোনমাতি টানা তৃতীয়বারের মতো জেতেন বর্ষসেরা ফুটবলারের খেতাব। ঘরোয়া ফুটবলে শেষ মৌসুমে আরও দু’টি শিরোপা জেতেন ২৭ বছর বয়সী বোনমাতি। যদিও মেয়েদের চ্যাম্পিয়নস লীগ ফাইনালে আর্সেনালের বিপক্ষে হেরে যায় তার দল। মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডের কাছে শিরোপা খোয়ায় তার দল স্পেন।

তবে দুই প্রতিযোগিতারই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের (এমভিপি) পুরস্কার পান এ স্প্যানিশ মিডফিল্ডার। ভাঙা পা নিয়ে আপাতত স্পেনেই আছেন বোনমাতি। অন্তত পাঁচ মাস মাঠের বাইরে চলে যাওয়া বোনমাতি পুরস্কার জিতে দেশ থেকেই বলেন, ‘পুরস্কার পেয়ে আমি কৃতজ্ঞ। এটি সব খেলোয়াড়, কোচ ও ভক্তদের জন্য। অনেক ধন্যবাদ।’ 

বর্ষসেরা গোলকিপারের পুরস্কার পান পিএসজির ট্রেবল জয়ের আরেক নায়ক জিয়ানলুইজি দোন্নারুম্মা। বর্ষসেরা গোল পুসকাস অ্যাওয়ার্ড পান আর্জেন্টাইন ক্লাব অ্যাটলেটিকো ইন্দেপেনদিয়েন্তের ফরোয়ার্ড সান্তিয়াগো মন্তিয়েল। গত মে মাসে ইন্দেপেনদিয়েন্তে রিভাদাভিয়ার বিপক্ষে ডি বক্সের বাইরে থেকে করা তার চোখ ধাঁধানো ওভারহেড কিক গোলের জন্য এ পুরস্কার পান ২৫ বছর বয়সী মন্তিয়েল। 

এক নজরে বর্ষসেরা পুরস্কার ও বর্ষসেরা একাদশ
বর্ষসেরা পুরুষ ফুটবলার: উসমান দেম্বেলে
বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি
বর্ষসেরা পুরুষ গোলকিপার: জিয়ানলুইজি দোনারুমা
বর্ষসেরা নারী গোলকিপার: হানা হ্যাম্পটন
বর্ষসেরা পুরুষ কোচ: লুইস এনরিকে
বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিয়েগমান
পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, পুরুষ): সান্তিয়াগো মন্তিয়েল
মার্তা অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, নারী): লিজবেথ ওভালে
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: জাখো এসসির ভক্তরা
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং, এসএসভি ইয়ান রেগেন্সবুর্গ

বর্ষসেরা একাদশ (পুরুষ)
গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুম্মা
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ভ্যান ডাইক, নুনো মেন্দেস
মিডফিল্ডার: কোল পালমার, জুড বেলিংহ্যাম, ভিতিনহা, পেদ্রো
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, উসমান দেম্বেলে

বর্ষসেরা একাদশ (নারী)
গোলকিপার: হানা হ্যাম্পটন
ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ, লিয়া উইলিয়ামসন, ইরিন পারেদেস, ওনা বাটলে
মিডফিল্ডার: প্যাট্রিসিয়া গুইজারো, আইতানা বোনমাতি, ক্লাউদিয়া পিনা
ফরোয়ার্ড: মারিওনা কালেদেন্তে, আলেসিয়া রুসো, অ্যালেক্সিয়া পুতেয়াস

Exit mobile version