বরগুনায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই নিরাপত্তা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। পরে হামিদুল মিসবাহ সাংবাদিকদের বলেন, বরগুনায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে আদালত।
বরগুনা সদরের ১৪ বছর বয়সী শিশুটি ৪ মার্চ প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পরদিন দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এরপর থেকে মামলা তুলে নিতে তার ওপর আসামিপক্ষ চাপ প্রয়োগ করতে থাকে বলে অভিযোগ ওঠে। এক সপ্তাহের মাথায় ১১ মার্চ বাদীর বাড়ির পেছন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।