বাংলাদেশকে লক্ষ্য করে হ্যাকারদের ‘সাইবার ক্যাম্পেইন’

    0
    1

    বাংলাদেশকে লক্ষ্য করে ‘সাইডউইন্ডার’ নামক একটি হ্যাকার গোষ্ঠীর ফিশিং ক্যাম্পেইন পরিচালনার কার্যক্রম শনাক্ত করেছে বিজিডি ই-গভ কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (সার্ট)। এ জন্য কোনো সাইটের লিংকে প্রবেশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
    বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করে সার্ট।
    এতে বলা হয়, সাইডউইন্ডার দক্ষিণ ও পূর্ব এশিয়ায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানে ফিশিং ক্যাম্পেইনের মাধ্যমে সাইবার আক্রমণ করছে। গ্রুপটি আরও কিছু নামে পরিচিত যেমন ‘Rattlesnake, RAZOR TIGER, APT-C-17, T-APT-04’ ইত্যাদি। সরকারি ও সামরিক সংস্থাসমূহের সাইবার অবকাঠামোগুলো এই সাইবার হামলার মূল লক্ষ্যবস্তু। বিভ্রান্তি ছড়ানোর লক্ষে ওই ফিশিং ক্যাম্পেইনে বাংলাদেশি বিভিন্ন সংস্থার অনুরূপ ফিশিং ডোমেইন ব্যবহার করা হচ্ছে।
    এসব সাইটের মধ্যে আছে বিজিডি ই-গভ সার্ট, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ ও একাধিক আইন প্রয়োগকারী সংস্থা। অবকাঠামোসমূহের সংবেদনশীল, স্পর্শকাতর ও গোপনীয় তথ্যাদি সংগ্রহ এবং সাইবার গুপ্তচরবৃত্তি করা ওই হ্যাকার গ্রুপের অন্যতম লক্ষ্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
    এ ধরনের ফিশিং আক্রমণ থেকে রক্ষা পেতে কোনো রকম সন্দেহজনক লিংকে ক্লিক না করা বা অচেনা কারও কাছ থেকে প্রাপ্ত ইমেইলের সংযুক্তির বিষয়ে বিশেষভাবে সচেতন থাকার জন্য অনুরোধ করেছে সার্ট।
    সার্ট আরও জানায়, বাংলাদেশ ছাড়াও এই হ্যাকারগোষ্ঠীর টার্গেটে আরও রয়েছে আফগানিস্তান, আর্মেনিয়া, চীন, বেলারুস, ভুটান, ভারত, ইজরায়েল, কাজাখস্তান, কিরজিখিস্তান, মেক্সিকো, মলদোভা, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুর্কি, তুর্কেনিস্তান, ইউক্রেন এবং উজবেকিস্তান।

     

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here