আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল আগামী ২৪ ডিসেম্বর। তবে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এই আয়োজনটি এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি নির্ভরযোগ্য সূত্র দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছে যে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বড় কোনো জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ এবং এটি বড় ধরনের সংশয়ের মধ্যে রয়েছে।
যদিও আয়োজক পক্ষ থেকে টেকনিক্যাল সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে, কিন্তু সার্বিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বিপিএল-এর এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি দেখা দিচ্ছে। গভর্নিং কাউন্সিল সূত্রে জানানো হয়েছে যে, অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে তারা সরকারের উচ্চপর্যায়ের ক্লিয়ারেন্স বা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে বিপিএল-এর মতো একটি জনপ্রিয় আসরের উদ্বোধনী কনসার্ট বা অনুষ্ঠান আয়োজন করা কতটা সমীচীন হবে, তা নিয়ে আয়োজকদের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। এর আগে ২০ ও ২৩ ডিসেম্বরের সম্ভাব্য তারিখগুলো নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু নিরাপত্তা ঝুঁকি এবং গ্যালারির বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে, এমন আশঙ্কায় সেগুলো নাকচ হয়ে যায়।
আয়োজক সূত্রের খবর অনুযায়ী, আজ বিকেলের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়া গেলে আজ বিকেলেই বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা চলে আসতে পারে।




