বিদ্রোহ প্রত্যাহারের সিদ্ধান্ত সাবিনাদের

0
26

অবশেষে বিদ্রোহ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ১৮ নারী ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে আলোচনার পর অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে বিদ্রোহ থেকে সরে এলেও এখনই তারা অনুশীলনে যোগ দিচ্ছেন না। আপাপত ছুটিতে যাবেন সাবিনারা। সেখান থেকে ফিরলে বিদ্রোহী ফুটবলারদের নিয়ে কোচের সঙ্গে বসবে বাফুফে। তারপরেই কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দিবেন সাবিনা-কৃষ্ণারা।

এ বিষয়ে বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘পিটার বাটলারের অধীনেই ক্যাম্পে ফিরবে বিদ্রোহী নারী ফুটবলাররা, তবে আরব আমিরাত ম্যাচের আগে নয়, ২৪শে ফেব্রুয়ারি সিনিয়ররা ছুটিতে যাবেন, ছুটি থেকে ফিরে ক্যাম্পে যোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। পিটার বাটলারকে কোচ হিসেবে আমিও চাইনি, ইমার্জেন্সি কমিটি সিদ্ধান্ত নিয়েছিল।’

বিদ্রোহী ফুটবলাররা ক্যাম্পে ফেরার পর তাদের সঙ্গে কোচকে নিয়ে আলোচনায় বসবে বাফুফে। সেখানে সংকট পুরোপুরি কেটে যাবে জানিয়ে কিরণ বলেন, ‘অনুশীলন শুরুর সময় সভাপতি, কোচ, মেয়েদের নিয়ে সভা করে যে ভুল বোঝাবুঝি আছে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। একসঙ্গে অনুশীলন করবে সবাই, কেউ কারো সঙ্গে অসন্তোষ থাকলে ভালো কিছু হবে না। আজ আমাকে বলেছে যোগ দিয়ে চুক্তিতে সই করবে।’

এর আগে বিদ্রোহ করা ১৮ ফুটবলারকে ছাড়াই অনুশীলন চালিয়েছিলেন কোচ পিটার বাটলার। সিনিয়র জাতীয় দলের ১৩ জনসহ বয়সভিত্তিক দলের মোট ৩৭ জনকে অনুশীলন করিয়েছেন বাটলার। আগামী ২৬শে ফেব্রুয়ারি এবং ২রা মার্চ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের ২৪শে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here