সর্বশেষ
[glt-translator]
Home » খেলা » ক্রিকেট » বিপিএল শুরু ৩০শে ডিসেম্বর, সূচি চূড়ান্ত

বিপিএল শুরু ৩০শে ডিসেম্বর, সূচি চূড়ান্ত

বিপিএলের ১১তম আসরের সূচি নিশ্চিত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবি’র একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তবে কোন দল কবে খেলতে তা এখনো চূড়ান্ত হয়নি। 
এর আগে বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফারুক আহমেদ ভিডিও বার্তায় জানান, এবার বিপিএলে থাকবে অনেক নতুনত্ব। আগের দশটি আসরের চেয়ে ভালোমানের বিপিএল উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি জানান- টিকেটিং ব্যবস্থা হবে পুরোপুরি ডিজিটাল, গ্যালারিতে দর্শকদের জন্য শহীদ মীর মুগ্ধের স্মরণে বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে, স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার জন্য থাকবে বিশেষ কর্মসূচি। বিপিএল দেখতে আসবেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। 

এবারের বিপিএলে শুরু থেকেই থাকবে ডিআরএস, উন্নতমানের ব্রডকাস্ট, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকার। বিসিবি প্রধান জানান, বিপিএল শুরু হবে ঢাকা থেকে। এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে শেষপর্ব ঢাকাতেই ফিরবে।
এবারের বিপিএলের ৭টি দল- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স মাঠে নামবে। ৩০শে ডিসেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ই ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *