ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী কৃষি প্রকৌশলী ড. মো. সাইদুজ্জামান কামাল।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমর্থন প্রত্যাশা করেন।

 

এ সময় ড. কামাল বলেন, ‘বাঞ্ছারামপুরবাসী আমাকে যে ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন, তা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। হরিণ মার্কায় ভোট দিয়ে তারা আমাকে জয়যুক্ত করবেন।’

তিনি বলেন, ‘বাঞ্ছারামপুর শহীদ নয়নের রক্তে ভেজা, শহীদ শাহজাহান হাওলাদার সুজনের রক্তে ভেজা। আমি আশা করি, বাঞ্ছারামপুরবাসী সেই ত্যাগের মর্যাদা দেবে।’

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমার যৌবনকাল আমি ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে ব্যয় করেছি। আন্দোলন করতে গিয়েই শহীদ নয়ন প্রাণ দিয়েছেন। এটি কোনো ব্যক্তিগত ঘটনা ছিল না। বৃহত্তর কুমিল্লা বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণের সময় ফ্যাসিবাদী স্বৈরাচারের গুলিতে তিনি নিহত হন।’

ড. কামাল বলেন, বাঞ্ছারামপুরে যদি কেউ নতুন করে ফ্যাসিবাদের জন্ম দিতে চায়, তাহলে বাঞ্ছারামপুরবাসী তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

সাইদুজ্জামান কামাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু)-এর ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ছাত্রদল মনোনীত ভিপি ছিলেন। পরবর্তী সময়ে তিনি জাতিসংঘের কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here